• অনাবাসিক নিয়মাবলী

    অভিভাবকগণ যথাসময়ে মাদরাসায় শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন।

    শিক্ষার্থীকে মাদরাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।

    মাদরাসা বন্ধকালীন অভিভাবক নিজ দায়িত্বে বাসায় পড়া-লেখার ব্যবস্থা করাবেন।

    কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করবেন।

    কোন কারণে অনুপস্থিত থাকলে লিখিত ভাবে আবেদন করতে হবে।

    বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশের ব্যবস্থা করবেন।

    শিক্ষাথীকে বাসা থেকে মাদরাসায় আনা নেয়ার ব্যবস্থা অভিভাবক করবেন।

    অভিভাবক সমাবেশে হাজির থাকবেন ও গরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।

    নিয়মিত নোটিশ বোর্ড পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিবেন।



  • আবাসিক নিয়মাবলী

    পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে পড়তে হবে।

    নিজের রুম, সীট, জামা, কাপড় গুছিয়ে ও পরিচ্ছন্ন রাখতে হবে।

    অনুমতি ছাড়া একে অন্যের রুমে যেতে পারবে না।

    পড়া-লেখা, ঘুম, খাওয়া ইত্যাদির সময় ডিস্টার্ব করা অপরাধ।

    কোন সমস্যা হলে ব্লক টিচারকে অথবা কর্তৃপক্ষকে অবহিত করবে।

    নিজের কাছে টাকা রাখা যাবে না। অভিভাবক সন্তানকে টাকা পয়সা দিবেন না।

    কোন ধরনের mobile, mp3, Games player রাখা যাবে না।

    অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমতি নিতে হবে।

    যথাসময়ে খাদ্য গ্রহণ করতে হবে।

    মাদরাসা ত্যাগ এবং মাাদরাসায় প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে।

    কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না।

    আবাসিক ছাত্রদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে অভিভাবকের কোন এখতিয়ার থাকবে না।

    কোন ছাত্রের নৈতিক চরিত্রের (অশ্লীল কথাবার্তা বা আচার-আচরণ বা চুরি) অবনতির জন্য তাকে বহিষ্কার করা হবে।

    কোন ছাত্র কর্তৃপক্ষ/শিক্ষক/ সিনিয়র ছাত্র অথবা অন্য কারো সাথে অসদাচরণ করলে তাকে বহিষ্কার করা হবে।

    ভর্তি পরবর্তী সময়ে কোন ছাত্রের ছোঁয়াচে অথবা বিকৃত রোগ (যা অন্যদের জন্য ক্ষতিকর) ধরা পড়লে তার ভর্তি সাময়িক/ স্থায়ীভাবে বাতিল করা হবে।